ঈশাখাঁ সাহিত্য পদক পেলেন কবি ছড়াকার শাহ আলম বিল্লাল

ঈশাখাঁ সাহিত্য পদক পেলেন কবি ছড়াকার শাহ আলম বিল্লাল
মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য সম্মিলন ও ঈশাখাঁ পদক প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয় উপজেলা হলরুমে আজ বিকাল ৩ টায়। প্রধান অতিথি  ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম রেনু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মোঃ কফিল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী। বিশেষ অতিথি ছিলেন জনাব তানিয়া আক্তার সহকারী ভূমি কমিশনার, কৃষি কর্মকর্তা নূর- ই- আলম, বুরহান উদ্দিন সমাজ সেবক,আলী আক্কাস রেনু নাট্যকার, ফারুক প্রধান নাট্যকার, আসাদুজ্জামান খন্দকার, সভাপতি পাকুন্দিয়া প্রেসক্লাব, সামিউল হক মোল্লা ছড়াকার ও শিক্ষাবিদ, অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন বিষয়ে অবদানের জন্য ৮ জনকে ঈশাখাঁ পদক ২০২১ প্রদান করা হয়। জনাব রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (জনসেবা) ডা: মোঃ নূর -এ-আলম খান উপজেলা প.প.কর্মকর্তা (সুরক্ষা সেবা) মোঃ সারোয়ার জাহান অফিসার ইনচার্জ পাকুন্দিয়া থানা (সমাজসেবা) আহমদ ফারুক খোকন  (সাংবাদিকতা) মুঞ্জুরুল হক মুঞ্জু সভাপতি পাকুন্দিয়া রিপোর্টার ক্লাব (কবিতা ও লোকসাহিত্যে) আসিফুজ্জামান খন্দকার, শাহ আলম বিল্লাল সভাপতি হোসেনপুর সাহিত্য সংসদ (ছড়া সাহিত্যে) রফিকুল ইসলাম (সংগঠন)। সার্বিক সহযোগিতা ছিলেন পাকুন্দিয়া সাহিত্য সংসদ এর সভাপতি আফসার আশরাফী, উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক ওয়াজেদ নবী।

আপনি আরও পড়তে পারেন