ঠাকুরগাঁওয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন
জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও : ৩য় ধাপে জাতীয়করণ যোগ্য বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমূহ জাতীয়করণের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বুলবুল আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র বর্মন, সাদিকুল ইসলাম, জাকারিয়া সুমন, ইউসুফ আলী, মেহের চাঁদ সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষা মন্ত্রণালয় চাইলে যেকোনো মুহূর্তে জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি কর্তৃক সুপারিশ কৃত ১৩০০ বিদ্যালয় জাতীয়করণ করতে পারে।
কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়গুলো জাতীয় করণ না করে নানা সময়ে নানান ধরনের চিঠি ইস্যু করছেন।
আমরা শিক্ষকরা অনেক কষ্টে দিন যাপন করছি। বছরের পর বছর শুধু কষ্ট করেই চলছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের পাশে দাঁড়াবে।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভূক্তভগিরা।

আপনি আরও পড়তে পারেন