দ্রব্য মূল্যের উর্দ্ধোগতি এবং নিম্ম আয়ের জনগনের কথা চিন্তা করে গুইমারায় খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচি উদ্বোধন

দ্রব্য মূল্যের উর্দ্ধোগতি এবং নিম্ম আয়ের জনগনের কথা চিন্তা করেগুইমারায় খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচি উদ্বোধন
এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গুইমারা বাজার সংলগ্ন কাশেম মার্কেট এবং ডাক্তারটিলা নামক স্থানে খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যার সভাপতিত্বে গুইমারা বাজার সংলগ্ন কাশেম মার্কেট ও ডাক্তার টিলা নামক স্থানে খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন,  উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হামিদুল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, মুজিবর রহমান, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
জানা যায়, চাউল বিতরণের জন্য গুইমারা উপজেলা দুইটি ইউনিট করা হয়েছে।এতে গুইমারা বাজার সংলগ্ন কাশেম মার্কেট এর দায়িত্বে রেজাউল করিম শুভ এবং ডাক্তারটিলা দায়িত্বে জনি ভট্ট্যাচার্জ। এছাড়া প্রতি ডিলার প্রতিদিন কমপক্ষে ২ মেট্রিক টন করে চাল বিতরণ করতে পারবে।
গুইমারা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হামিদুল মামুন বলেন, দেশে বর্তমান দ্রব্য মূল্যের উর্দ্ধোগতি এবং নিম্ম আয়ের জনসাধারনের কথা চিন্তা করে সরকার এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরো বলেন, শুক্র-শনি এবং সরকারি ছুটি ব্যাতিত প্রতিদিন সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫টা পর্যন্ত ন্যায্য মূল্যের চাল বিতরণ করা হবে।
এই বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সরকারি দিক নিদের্শনা অনুসারে ন্যায্য মুল্যে খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান দেশের পরিস্থিতর কথা চিন্তা করে সরকার এই উদ্যোগ গ্রহণ করেন। এসকল কর্মকান্ড সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনি আরও পড়তে পারেন