অবৈধ বালু উত্তোলন নালিতাবাড়ীতে ,ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার অকার্যকর

অবৈধ বালু উত্তোলন নালিতাবাড়ীতে ,ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার অকার্যকর

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর ) সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ড্রেজিং করে ভূ-গর্ভস্থ খনিজ সম্পদ উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলার মন্ডলিয়াপাড়া গ্রামের ভোগাই নদীর বাঁক এলাকায় ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু ও নুড়ি উত্তোলন করছিলেন কতিপয় বালু ব্যবসায়ী। প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে খনিজ সম্পদ লুট করায় মঙ্গলবার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় বালু ব্যসায়ীরা সটকে পড়ায় কাউকে আটক ও দন্ড প্রদান করা না গেলেও শ্যালুচালিত ড্রেজার অকার্যকর করা হয়। এছাড়াও উল্লেখিত ভূমির মালিক খোঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে আদালতের বিচারক হেলেনা পারভীন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করায় ১০টি শ্যালুচালিত ড্রেজার অকার্যকর করা হয়েছে। এছাড়াও জমির মালিক বের করে আইনগত পদক্ষেপের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন