আদমদীঘিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

আদমদীঘিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
মোঃ আহসান হাবিব (আদমদীঘি, বগুড়া)
বগুড়ার আদমদীঘিতে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত আরজুমান আরা (৪৩) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সংঘর্ষে ইজিবাইক চালক রুবেল হোসেন ও পিকআপ চালক বাবু হোসেন সহ গুরুতর আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মৃত্যুবরণ করা আরজুমান আরা বেগম আদমদীঘি উপজেলার কোমারপুর দীঘিপাড়ার দিদার আলীর স্ত্রী।
জানা গেছে, শুক্রবার রাত সাতটার দিকে বগুড়ার মহাস্থান থেকে একটি পিকআপ যাত্রী নিয়ে নওগাঁ অভিমুখে আসার পথে, আদমদীঘি উপজেলার সদরের শিবপুর ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা মুরইল গামী একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের চালক ও যাত্রীসহ ১৪ জন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদের মধ্যে গুরুতর চার জনকে নওগাঁ ও বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে ইজিবাইক যাত্রী আনজুমান আরা শুক্রবার রাতেই নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আপনি আরও পড়তে পারেন