মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও জেলা শহরের আমতলী মোড় থেকে শুরু হয়ে বিএনপি অফিসে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতা-কর্মীরা বক্তব্য দেন। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন বলেন, বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে ছেড়ে না দিলে আরও কঠিন আন্দোলন করা হবে। এ সময় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোহেল রানা, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনি আরও পড়তে পারেন