বসুরহাটে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ওবায়দুল কাদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় যোগ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই পথসভার মাধ্যমেই নিজ নির্বাচনী প্রচারণায় নেমেছেন

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার বসুরহাটের জিরো পয়েন্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন কয়েক হাজার মানুষ নিয়ে পথসভায় যোগ দেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। এছাড়াও উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন