ত্বকের উজ্জ্বলতায় চালের আটা

ত্বকের উজ্জ্বলতায় চালের আটা
আটার অনেক গুণ। ওজন কমাতে আটার রুটি অনেক উপকারী। আটার মধ্যে থাকে ভিটামিন বি, ভিটামিন ই, সিলিকল, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আয়োডিন। এ ছাড়াও আটার মধ্যে আছে প্রচুর শর্করা, প্রোটিন ও খনিজ লবণ। তবে আটা কিন্তু রূপচর্চার কাজেও খুব ভালো। ভাতের মাড়ের সাহায্যে যেমন রূপচর্চা করা যায়, তেমনি চালের আটাও অতুলনীয় ত্বকের যত্নে। এটি দাগ দূর করে। সেইসঙ্গে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে তুলে।
জেনে নিন রূপচর্চায় চালের আটার বিভিন্ন ব্যবহার-
ত্বক উজ্জ্বল করতে : দইয়ের সঙ্গে চালের আটা মিশিয়ে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।
ডার্ক সার্কেল দূর করতে : চালের আটার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চোখের আশপাশের ত্বকে লাগিয়ে রাখুন। দূর হবে চোখের নিচের কালো দাগ।
রোদে পোড়া ত্বকের যত্নে : দুধের সঙ্গে চালের আটা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। দূর হবে রোদে পোড়া কালচে দাগ।
ফেস পাউডার হিসেবে : ফেস পাউডার হিসেবে সহজেই ব্যবহার করতে পারেন চালের আটা। দীর্ঘসময়ের জন্য এটি আপনার ত্বক তৈলাক্ত হতে দেবে না।
স্ক্রাব হিসেবে : মরা চামড়া জমে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। এ সমস্যা থেকে মুক্তি পেতে চালের আটার সাহায্যে বানিয়ে নিতে পারেন স্ক্রাব। মধু অথবা অলিভ অয়েলের সঙ্গে চালের আটা মিশিয়ে তৈরি করে নিন স্ক্রাব। এটি ত্বকে ব্যবহার করুন সপ্তাহে দুই দিন।
ত্বক টানটান রাখতে : শসার রস ও লেবুর রসের সঙ্গে চালের আটা মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক রাখবে সজীব ও টানটান।
এ ছাড়াও আটা-মধু মিশিয়ে প্যাক বানিয়ে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন গোসলের আগে লাগিয়ে নিন। ১ মিনিট রেখে ঘষে তুলে দিন।

আপনি আরও পড়তে পারেন