নবাবগঞ্জে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

নবাবগঞ্জে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জে নিয়ন্ত্রনহীন যুবকের বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২জানুয়ারি) বেলা ১২টার দিকে মাঝিরকান্দা-জয়পাড়া আন্ত:সড়কের চালনাই চকের এবিসি ইটভাটার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শেখ লাল মিয়া মহব্বতপুর গ্রামের চালনাই চক এলাকার শেখ আব্দুল হকের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্স রেজিস্টার সূত্রে প্রাপ্ত, এঘটনায় মটর সাইকেলে থাকা দুই যুবক হলেন যন্ত্রাইল গ্রামের ইছহাক মিয়ার ছেলে ইব্রাহীম (১৮), একই গ্রামের পাভেলের ছেলে নোলক (১৮)। তবে কি কাজে তারা যন্ত্রাইল থেকে চালনাই চকে মটর সাইকেল চালাতে গিয়ে গিয়েছিল জানা যায়নি।
নিহতের বড় মেয়ের জামাতা মো. মামুন জানান, তার শ্বশুড় বাড়ি চালনাই চকে। সোমবার বেলা ১১টার দিকে মাঝিরকান্দা থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন লালমিয়া। এবিসি ভাটার রাস্তার সামনে এলে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন বেপরোয়া একটি মটর সাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, দুর্ঘটনাস্থল থেকে মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মটর সাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছে বলে জানা গেছে।  এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা. নাসরুমা ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

আপনি আরও পড়তে পারেন