ভাষা শহীদদের প্রতি নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

রক্তে আমার আবার প্রলয় দোলা/ফাল্গ–ন আজ চিত্ত আত্মভোলা/আমি কি ভুলিতে পারি/একুশে ফেব্রুয়ারি’। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ। আজ সেই অমর একুশে। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ।

সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন। একই সঙ্গে আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। আজকের দিনটি প্রত্যেক বাঙালির পাশাপাশি পৃথিবীর তাবৎ মাতৃভাষাপ্রেমীর রক্ত টগবগে চেতনায় শানিত হওয়ার দিন। আজ বাংলাদেশের পাশাপাশি ইউনেস্কোর ১৯৫টি সদস্য এবং ১০টি সহযোগী সদস্য রাষ্ট্র পালন করবে আমাদের একুশকে। পৃথিবীর ৬ হাজার ৯০৯টি ভাষার মানুষ পালন করবে দিবসটি। এ উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে  নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুল ও যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপনসহ  ১৪ টি ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ  বুধবার  ১০ টায়  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।

আপনি আরও পড়তে পারেন