নবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নবাবগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মায়ের ভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই বেদনাকে ধারণ করে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে থেকেই জনতার ঢল নামে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। কণ্ঠে সবার চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’। মুখে একুশের আলপনা, মাথায় বাংলাদেশের পতাকা, বুকে কালো ব্যাজ, হাতে ফুল। ভাষা শহীদদের প্রতি হৃদয় নিঙরানো ভালোবাসা ও পরম মমতায় নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে বর্ণিল হয়ে উঠে ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

এসময়  উপজেলা প্রশাসন ও নবাবগঞ্জ থানা পুলিশ, নবাবগঞ্জ প্রেস ক্লাব এছাড়া বেলা ১০ টায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান ফজলুর  রহমান এমপির নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ. যুব লীগ, স্বেচ্ছা সেবক, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামজিক  সাংস্কৃতিক সংগঠন, জাতীয় পাটি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আলোচনা সভার আযোজন করে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

আপনি আরও পড়তে পারেন