নবাবগঞ্জে কৃষি ব্যাংকে ব্যাংকার-গ্রাহক মতবিনিময়

নবাবগঞ্জে কৃষি ব্যাংকে ব্যাংকার-গ্রাহক মতবিনিময়

ঢাকার নবাবগঞ্জের বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘ব্যাংক-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং মাঠে এ সভা করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক নবাবগঞ্জ, কোমরগঞ্জ, বান্দুরাহাট ও শোল্লা বাজার শাখা এর আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক। সম্পূর্ণ সরকারি সহায়ত্ব শাসিত ব্যাংক। কৃষকের চাহিদা অনুযায়ী ব্যাংক কৃষি ঋণ, এসএমই ঋণ দিয়ে আসছে। এটিএম, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে মোবাইল ভিত্তিক এ্যাপস সেবা চালু করা হবে। তাছাড়া প্রবাসীদের দেশে আসা-যাওয়া প্রবাসীদের যাত্রী হয়রানি লাঘবে কৃষি ব্যাংকের নিজস্ব পরিবহনে লজিস্টিক সাপোর্ট সেবা চালু করবে। যাতে প্রবাসীরা যাত্রী হয়রানিতে না পড়েন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।

সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় অতিথিবৃন্দ কৃষি উদ্যোক্তাদের কথা শুনে তাদের ঋণ প্রাপ্তি সহজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেষে ধান, গবাদিপশু পালন, মৎস্য চাষ ও কৃষি কাজের সহায়তায় স্থানীয় ১০জন কৃষকের মাঝে কৃষিঋণ বিতরণ করা হয়।

 

আপনি আরও পড়তে পারেন