কেশরাজের রস ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে বিশেষ কার্যকরী।

কেশরাজের রস ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে বিশেষ কার্যকরী।

মাহফুজ রাজা,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ; ” মাঠের ছোট ছোট ঘাস ফুল হারিয়েছে কি কোন বধুর নাকফুল “ কেশরাজ ভেষজ গুণীয় উদ্ভিদ, গ্রাম বা শহর সর্বত্রই যার অবাধ বিচরণ। কেশরাজের বহু নাম রয়েছে কেউ বলে কালোকেশী,  কেশড়ে,   কালোকশী, কেশঠি,  কোশুতি, খেতুয়া,  মইরচর, ভৃঙ্গরাজ, কালসাতার, কালোকেশশিরিয়া,  কালাহুনা কেশার্ত, কেশরাজ, বাংড়া। এর আয়ুর্বেদিকক নাম – ভৃঙ্গরাজ।ইংরেজি নাম – False Daisy।বৈজ্ঞানিক নাম : Eclipta alba Hessk. সব মানুষ তাকে চেনে তার গুণের জন্য। অবশ্য সেই গুণ এখন আর তেমন কাজে লাগায় না। কেশড়ের রস মাথায় দিলে চুলের গোড়া মজবুত হয়। কেশড়ে মেঠো উদ্ভিদ। পতিত…

বিস্তারিত