“ধান ও চালের মজুদ বৃদ্ধি করার লক্ষ্যে ২শত স্থানে স্টিল পাডি সাইলো স্থাপন করা হবে”….. খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ধান ও চালের মজুদ বৃদ্ধিকরার লক্ষ্যে আগামীতে দেশের ২শত স্থানে স্টিল পাডি সাইলো স্থাপন করা হবে। সরকারি ভাবে ধান ওচাল মজুদ করার জায়গা নেই যার কারণে বরাদ্দের বেশি ধান কিংবা চাল সংগ্রহ করা যাচ্ছে না।তবে চাল রপ্তানি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন সরকারিভাবে প্রতিকেজি ধানের মূল্য ২৬ টাকা বেধে দেওয়া হয়েছে। কৃষকেরা ধানের প্রকৃত মূল্য পান সেই জন্যনির্ধারিত সময়ের ২০ দিন আগে জেলায় জেলায় সরকারিভাবে ধান-চাল ক্রয়ের বরাদ্দ ভাগ করে দেওয়াহয়েছে। কৃষকেরা যাতে ধানের ন্যায্য মূল্য পান সে…

বিস্তারিত