নয় বছর পর একসঙ্গে কোয়েল-যিশু

নয় বছর পর একসঙ্গে কোয়েল-যিশু

টলিউডের এক সময়ের হিট জুটি কোয়েল মল্লিক ও যিশু সেনগুপ্ত। দুজনকে একসঙ্গে একটানা একাধিক বাণিজ্যিক ছবিতে কাজ না করলেও, তাদের যে কটি ছবি এখন পর্যন্ত মুক্তি পেয়েছে, সেগুলোর প্রত্যেকটিই বক্সঅফিসে সুপারহিট। এ জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবি ছিল ‘বর আসবে এখুনি’। যেটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ নয়টি বছর। এই সময়ের মধ্যে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি কোয়েল-যিশু জুটিকে। অবশেষে বিরতি ভাঙছেন তারা। নয় বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ছবির নাম ‘ঘরে & বাইরে’। পরিচালক মৌনাক ভৌমিকের হাত ধরে আরও একবার বড় পর্দায় বাজিমাত…

বিস্তারিত