মদিনার ১ম জুমার খুতবায় যা বলেছিলেন নবীজি

মদিনার ১ম জুমার খুতবায় যা বলেছিলেন নবীজি

নবীজি (সা.) মদিনার উদ্দেশ্যে হিজরত করার পর মদিনার উপকণ্ঠে ‘কুবা’ নামক স্থানে কয়েক দিন অবস্থান করেন। এরপরের শুক্রবার তিনি মদিনার উদ্দেশে বের হন। পথে জুমার সময় হলে তিনি জুমার খুতবা দেন এবং নামাজের ইমামতি করেন। এটিই ছিল মদিনায় তার প্রথম জুমার নামাজ ও খুতবা। ঐতিহাসিক সে খুতবা নানা বিবেচনায় গুরুত্ব বহন করে। খুতবাটির ভাষান্তরিত রূপ পাঠকদের জন্য প্রকাশ করা হলো। ‘সব প্রশংসা মহান আল্লাহর জন্য। আমি তার প্রশংসা করছি, তার কাছে সাহায্য চাইছি, তার কাছে ক্ষমা চাইছি, তার কাছে সুপথ প্রার্থনা করছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি। আমি তার প্রতি…

বিস্তারিত