দোহারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিতে তৈরী হচ্ছে খাদ্যদ্রব্য,যথাযথ মনিটরিং নেই

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার নামী-দামী বেনামে প্রায় ১৪/১৫টি গড়ে উঠেছে বেকারি ও ফাষ্ট ফুডের দোকান। এর মধ্যে অধিকাংশ বেকারি ও ফাষ্ট ফুডের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে,ভেজাল ও নিম্নমানের কাঁচামাল দিয়ে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগ রয়েছে।আর এসকল প্রতিষ্ঠানে প্রশাসনের নেই কোন মনিটরিং ব্যবস্থা। অনুসন্ধানীতে জানা যায়,উপজেলার মেঘুলা হাট-বাজার, জয়পাড়া হাট-বাজার,জয়পাড়া চৌধুরী পাড়া বাজার,করম আলী মোড় বাজার,মুকসুদপুর বাজার, আল আমিন বাজার, বউ বাজার,সুতারপাড়া বাজার,বাহ্রঘাট বাজার ও কার্তিকপুর বাজারে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেকারি ও ফাষ্ট ফুডের মালিকরা অবাধে ব্যবসা করে যাচ্ছেন।উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোন…

বিস্তারিত