সংযম, সহনশীলতা ধারণ করুন যাপিতজীবনে

পবিত্র রমজানে আল্লাহ তায়ালা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন ত্যাগের, সংযমের, উদরতা আর সহনশীলতার। অন্যের প্রতি সহনশীল হয়ে প্রভুর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে এ মাসে। আর সহনশীলতা ও ক্ষমা হলো মুমিনের অনন্য এক গুণ, বৈশিষ্ট্য। রাসুল (স) এরশাদ করেছেন, রোজার মাস হলো সহনশীলতা ও সহমর্মিতার মাস। (মুসলিম)। পবিত্র এই মাসে সব প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকা, ধৈর্য ধারণ করা এবং মানুষের প্রতি সদাচরণ করা অবশ্যকর্তব্য। ইসলাম শান্তির ধর্ম, দয়ার ধর্ম। এই ধর্ম দীক্ষা দেয় সহনশীলতার, উদারতার। ইসলামের সুমহান শিক্ষা হলো-প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া। রাসুলুল্লাহ (স) বলেছেন, সহনশীলতা…

বিস্তারিত