অজু করার সময় কথা বলা যাবে কি?

অজু করার সময় কথা বলা যাবে কি?

অজু করার সময় কথা বললে অসুবিধা হবে কি?— এমন প্রশ্ন করে থাকেন অনেকে। মূলত অজুর সময় কথা বলা জায়েজ, অজুর কোনো ক্ষতি হবে না।

তবে স্বাভাবিকভাবেই আল্লাহর বান্দা যখন একসঙ্গে দুটি কাজ করতে যাবে, তখন কোথাও ভুল হতেই পারে। এ জন্য কেউ কেউ মনে করেন যে, অজু করার সময় কথা না বলাই ভালো।

এছাড়া অজুর সময় কোনো কথা বললে অজু নষ্ট হয়ে যাবে— এই মর্মে হাদিসে কোনো বক্তব্য নেই। ফলে অজুর সময় আপনি কথা বলতে পারেন, কথা বলা জায়েজ রয়েছে।

অজুর সময় যেসব কাজ করা মাকরুহ

অজুতে কিছু কাজ করা মাকরুহ বা অপছন্দনীয়। তবে সেগুলো করলে অজু ভাঙবে না কিংবা অজুর কোনো ক্ষতি হবে না। অজুতে মাকরুহ বিষয়গুলো এখানে উল্লেখ করা হলো—

♦ অজুতে পানির অপব্যয় করা। (ইবনে মাজাহ, হাদিস : ৪১৯, আবু দাউদ, হাদিস : ৮৮)

♦ পানি ব্যবহারে অত্যধিক কার্পণ্য করা। (আবু দাউদ, হাদিস : ১১৬, মুসলিম, হাদিস : ৩৫৪)

♦ মুখের ওপর জোরে পানি মারা। (কানজুল উম্মাল : ৯/৪৭৩)

♦ দুনিয়াবি কথা বলা। (ফাতাওয়ায়ে আলমগিরি : ১/৯৮)

♦ অন্যের সাহায্য নেওয়া। (মুসনাদে আবি ইয়ালা : ১/২০০) তবে অপারগ অবস্থায় অন্যের সাহায্য নেওয়ায় কোনো সমস্যা নেই। (আল মুজামুল কাবির, হাদিস : ৩৮৫৭)

♦ তিনবার মাথা মাসেহ করা এবং প্রতিবার পানিতে হাত ভেজানো। (আবু দাউদ, হাদিস : ১১৬, কানজুল উম্মাল, হাদিস : ২৭০২৪)

আপনি আরও পড়তে পারেন