আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ

আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ

আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে রোমানা আক্তার নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে প্রাক্তণ স্বামী। এ ঘটনায় গৃহবধূর প্রাক্তন স্বামী হানিফ শেখকে আটক করেছে পুলিশ।সোমবার রাত আনুমান ১২টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকার মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আশুলিযা থানার ওসি (তদন্ত) আকবর আলী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার বলিভদ্র এলাকায় এসিড দগ্ধ এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকার জন্য তার প্রাক্তন স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ও তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আশুলিয়ায় নেশার টাকা না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ

এদিকে স্থানীয় নাগরিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে এসিড দগ্ধ হয়ে প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মাথায় আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রোমানা আক্তার সিরাজগঞ্জের শোলঙ্গা থানাধীন ঝাউল গ্রামের রুস্তম আলীর মেয়ে। অভিযুক্ত হানিফ শেখের গ্রামের বাড়ি একই এলাকার আবদুল কুদ্দুস শেখের ছেলে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment