ধামরাইয়ে গরু কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আটক ৩

ধামরাইয়ে গরু কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আটক ৩


ষ্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাইয়ে গরু কেনাকে কেন্দ্র করে গরু ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
ধামরাইয়ে গরু কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আটক ৩
নিহত গরু ব্যাবসায়ীর নাম আবুল কালাম, সে ধামরাই উপজেলার, সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ধামরাইয়ের কালামপুর গরুর হাটে একটি গাভি ৮৬ হাজার টাকা দাম চান গরু ব্যবসায়ী জসিম উদ্দিন, অন্যদিকে একই গাভি আব্দুস সালাম ও নুরুল ইসলাম দাম চান ৮৫ হাজার টাকা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে ব্যবসায়ী আবুল কালাম অপর পক্ষের দ্বারা বুকে আঘাত পান। পরে তার বুকে ব্যাথা উঠলে তার ভাই তাকে পার্শ্ববর্তি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে ধামরাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল শরীফ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। তাছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চান মিয়া (৬৫), আপেল (৫২) ও সোনাম উদ্দিন (৭৪) নামে ৩ গরু ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে আব্দুস সালাম ও নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে জানতে চাইলে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক জানান,”লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।”

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment