সাভারে ডিবি’র অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, আটক ৩

সাভারে ডিবি’র অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, আটক ৩

সাভারে ডিবি’র অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, আটক ৩
নোমান মাহমুদঃ

সাভারে গোয়েন্দা পলিশের (ডিবি উত্তর) অভিযানে ১ হাজার ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল (শুক্রবার) রাতে সাভারের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি’র চৌকশ একটি সাভারের পৌর এলাকা জালেশ্বর থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মুহাম্মদ আমিনুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটক আমিনুল ইসলাম চট্টগ্রামের, আনোয়ারা থানার গুয়াপঞ্চ গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে সাভারের জালেশ্বর এলাকায় শফিউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। অন্যদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মনিরূজ্জামানের নেতৃত্বে সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাজ্জাদ ও মোঃ এনায়েত হোসেন অভিযান চালিয়ে আশুলিয়া থানাধীন ধনাইদ এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিল সহ মোঃ শফিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী ও উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযানে সাভারের আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ি এলাকা হতে ১০৫ পিস ইয়াবাসহ আলামীন (২৩) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শফিক আশুলিয়ার ধনাইদ এলাকার ইউনুস আলীর ছেলে ও আলামীন আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মৃত মঞ্জু মিয়ার ছেলে। এবিষয়ে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ জানান আটক প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment