সাভারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা গুলিবিদ্ধ ৪ আহত ৭

সাভারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা গুলিবিদ্ধ ৪ আহত ৩
নোমান মাহমুদঃ সাভারের বিরুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনায় ৪জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ৩ জন।
সাভারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা গুলিবিদ্ধ ৪ আহত ৩
আজ (রবিবার) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের জমিতে এই ঘটনা ঘটে। ঘটনার পর মুমুর্ষ অবস্থায় গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধরা হলেন, বিল্লাল হোসেন (৩০), আবু শহিদ (২৮), মোঃ বায়েজিদ (১৯) ও মোঃ অনিক (২০)। আহতরা সকলেই কৃষিবিদ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের জায়গার পাশ্ববর্তী জমির মালিক তার জমিতে বাউন্ডারী করার সময় কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের জমির প্রায় ১০০ শতাংশ জমি দখল করে বাউন্ডারী করতে গেলে আবাসন প্রকল্পের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী তাদের বাধা দেয়। পরে স্থানীয মেম্বার মোঃ আলিম উভয়পক্ষকে জমি মেপে সীমানা নির্ধারন করে পরে বাউন্ডারী দেওয়ার পরামর্শ দিলে তাৎক্ষনিকভাবে প্রতিপক্ষ কাজ বন্ধ রাখে। পরে খবর পেয়ে দুপুর ২ টা নাগাদ কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃজাকির হোসেন প্রকল্পের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় বুখারীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের শর্ট গানের ছোড়া গুলিতে ঐ প্রকল্পের ৪ জন কর্মচারী গুলিবিদ্ধ হওয়াসহ মোট ৭ জন আহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুলিবিদ্ধদের বর্তমান অবস্থা জানতে চাইলে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অস্ত্রপাচারের মাধ্যমে গুলিবিদ্ধ সকলের শরীর হতে গুলি বের করে নেওয়া হয়েছে, তারা এখন আশঙ্কামুক্ত। অন্যদিকে কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের এক্সিকিউটিভ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান প্রতিষ্ঠানের উচ্চপদস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, এই ঘটনায় ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment