আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় ৩শ’ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের অসংখ্য পাইপ, রাইজার ও গ্যাসের চুলা।   গতকাল বুধবার বিকাল থেকে আজ সকাল পর্যন্ত আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান। এসময় বাসা বাড়িতে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ স্থাপনকারীদেরও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ওই এলাকায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকার তিন শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী বাড়ির মালিক কামরুল হাসান, ইয়াকুব আলী ও ভাড়াটিয়া হালিমা বেগমকে পৃথক ভাবে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় নিম্নমানের ২ ইঞ্চি ব্যাসের অসংখ্য পাইপ, রাইজার ও চুলা। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাস অফিসের প্রায় ৩০ সদস্যের শ্রমিকদের একটি দল অংশ নেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান বলেন, বৈধ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও অবৈধ সংযোগের সংখ্যা কমাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment