মুন্সীগঞ্জে অ্যাটর্নি জেনারেল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এ নিয়ে কোনো বিতর্ক নেই

মুন্সীগঞ্জে অ্যাটর্নি জেনারেল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এ নিয়ে কোনো বিতর্ক নেই

 মোঃ মানিক মিয়া,স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)ঃ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান – এ নিয়ে কোনো বিতর্ক নেই। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা এই বাংলাদেশ পেয়েছি। তাই তাঁদের জন্য কিছু করতে পারা সম্মানের ব্যাপার। তাঁদের মাঝে আজকে এই কম্বল বিতরণ নয় সম্মান জানাচ্ছি। গতকাল শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মিলনাতয়নে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে ভাষণে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

মুন্সীগঞ্জে অ্যাটর্নি জেনারেল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এ নিয়ে কোনো বিতর্ক নেই

টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, সাবেক সংসদ সদস্য জামাল হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, ব্যারিস্টার মামুন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে লাভলু শিকদার, রুস্তম আলী মুন্সী, লাল মিয়া হালদার, আবু সায়ীদ বাচ্চু প্রমুখ বক্তব্য দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর বক্তৃতায় আরও বলেন, রাজাকারদের ভূমিকা ভুললে চলবে না। বিএনপি-জামাত ক্ষমতায় এলে আমি আক্রান্ত হবো। কারণ আমি খালেদা জিয়ার বাড়ি ও মওদুদ আহমদের বাড়ি নিয়ে মামলা করেছি। যুদ্ধাপরাধী নিজামী, মীর কাসিম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীদের মামলা পরিচালনা করেছি। তিনি আরও বলেন, নির্বাচন করা আমার ইচ্ছা। এটা নেত্রীও (প্রধানমন্ত্রী) জানেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাকির খান, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী শেখ, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুব-উল-আলম বাহার, ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রচি, ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল ওয়াদুদ খান, লৌহজং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস আহমেদ মোল্লা প্রমুখ। বিকেলে অ্যাটর্নি জেনারেল লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামে অবস্থিত মোড়ল বাড়ি কমিউনিটি ক্লিনিকে ঔষধ বিতরণ করেন। উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পৈত্রিক বাড়ি লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে। তিনি বেশ কয়েক বছর ধরে এলাকায় গণসংযোগ করে আসছেন। এরই অংশ হিসেবে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার উচ্চ বিদ্যালয়গুলোতে মুক্তিযুদ্ধের দলিল, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই এবং শীতকালে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। গত বছর মার্চে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment