চট্টগ্রাম আইন কলেজের নতুন অধ্যক্ষ ফটিকছড়িরর অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী

মোস্তাফা কামরুল, ফটিকছড়িঃ-
চট্টগ্রাম আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যলয়ের অনুমোদনক্রমে পদোন্নতি পেয়ে ১ জানুয়ারি থেকে চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের ফররুখ আহমদ চৌধুরীর ২য় পুত্র। ইতিপূর্বে তিনি ২৫ বছর যাবৎ বিভিন্ন মেয়াদে চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক, উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম আইন কলেজের নতুন অধ্যক্ষ  ফটিকছড়িরর অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এছাড়াও আইন কলেজের অধ্যাপনার পাশাপাশি চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রতিষ্টাতা পরিচালক সহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এই প্রতিবেদক কে বলেন, আইন কলেজে “ল অনার্স” চালু করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি খুব শীঘ্রই “ল অনার্স” চালু করতে পারব। তিনি চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করায় চট্টগ্রাম আইন কলেজের পরিচালনা পরিষদ, শিক্ষকমন্ডলী, ছাত্র-সংসদ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, ফটিকছড়িবাসী সহ ভিবিন্ন শিক্ষা, সামাজিক, সাংষ্কৃতিক প্রতিষ্ঠান থেকে অভিনন্দন জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment