সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ : উদ্ধার কাজ চলছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ২টায় শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৮টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটির উদ্ধার কাজ চলছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাতগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনর পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিংয়ের কয়েকটি বন্টকের মধ্যে পড়ে বন্টক ভেঙে যায়। এ সময় ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বিবার্তাকে জানান, ট্রেনের পুলিং রড ভেঙে লাইন পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর কয়েকটি ব্লক ভেঙে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বডি ফেঁসে আছে। ইতোমধ্যে ৬টি বগি উদ্ধার করা হয়েছে। আরো ৬ ঘণ্টার মতো সময় লাগবে বাকি ৫টি বগি উদ্ধার করতে।তিনি আরো জানান, ট্রেন ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং লাইনেরও কাজ করতে হচ্ছে। তাই সময় বেশি লাগছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment