ফটিকছড়িতে “প্রগতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র” জমকালো উদ্বোধন

ফটিকছড়িতে "প্রগতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট'র" জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ-
গতকাল (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রগতি স্পোর্টস গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠে ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন শাহনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত প্রগতি ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্ণামেন্ট- ১৮ সংগঠনের উপদেষ্টা ও রেড় চিলির পরিচালক ওমর ফারুক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সরোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন এ,এস,এম ট্রেড লিংক লিমিটেড এর অপারেশন ডাইরেক্টর এস এম শহিদুল আনোয়ার।
ফটিকছড়িতে "প্রগতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট'র" জমকালো উদ্বোধনপ্রধান আলোচক ছিলেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমীর চেয়ারম্যান সাহাব হাসান উদ্দীন বাবু। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী আবদুল আলী বাপ্পু, ক্রীড়া সংগঠক শওকত হোসেন, শাহনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সুপারিশ প্রাপ্ত সহকারী জজ জিয়াউল হক, সাবেক শিক্ষক মনোজ কুমার ধর, তরুণ প্রবাসী ব্যবসায়ী মোস্তাফা কামাল, তরুণ সমাজসেবক জালাল উদ্দিন, প্রবাসী মোঃ রাসেল, মাসুম আনোয়ার, মোহাম্মদ সাহেদ, আজম, বেলাল উদ্দীন প্রমুখ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সচিব সাত্তার মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক জাহেদুল ইসলাম জনি। বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মাসুদ করিম, সহ সভাপতি ইকরাম হোসেন বাবুল, ইয়াহিয়া মিন্টু, ডাঃ সুজন, অমর কান্তি দে। বক্তব্যকালে বক্তারা বলেন, ২৫ বছর ধরে এই প্রগতি সংঘ ফটিকছড়ি তথা উত্তর চট্টগ্রামে ক্রীড়া জগতকে সমৃদ্ধ রেখেছে, খেলাধুলার পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। তাদের এই ধারাবাহিক আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে, টুর্ণামেন্ট আহবায়ক মোস্তাফা কামরুল, সমন্বয়কারী আফাজ উদ্দীন ও খোরশেদ, হাছান, সাজ্জাদ, গিয়াস, মিজান, আরিফ, জিসাদ, সৌরভ আরিফ জুনিয়র, সাহেদ, রায়হান, রিপন, রোমান, আবদুল। উদ্বোধনী খেলায় নাজিরহাট এক্সট্রা কার্ট এস এ জুটিকে ২-১ সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড খেলার গৌরব অর্জন করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment