মোবারকগঞ্জ সুগারমিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোবারকগঞ্জ সুগারমিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধি:-
১লা জুলাই ২০১৫ তারিখ হতে সর্বনিন্ম  ৮,৭৫০ টাকা প্রারম্ভিব মজুরী নির্ধারন করে ৮ম জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনাসহ সমন্বয় পরিষদের ১৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগারমিল শ্রমিক কর্ম চারীরা। রবিবার সকাল ৯টায় কালীগঞ্জ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের মুল গেটে আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,দপ্তর সম্পাদক শেখ আক্তারুল হক সাগর, ক্যাশিয়ার নজরুল ইসলাম প্রমুখ। এর আগে মোচিকের কারখানার গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মোবারকগঞ্জ সুগারমিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনরাষ্ট্রায়ত্ব বিসিআইসি,স্পাত ও প্রকৌশল,চিনিকল, পাটকল ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৮০টি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এ আন্দোলন কর্মসূচী ঘোষণা করে। মানববন্ধন কর্মসুচীতে বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর ২০১৭ মাননীয় শ্রম প্রতিমন্ত্রী ডিসেম্বর ২০১৭ এর মধ্যে রাষ্ট্রায়ত্ব সেক্টরের শ্রমিকদের জন্য নু্যুনতম মজুরী ঘোষণা করা হবে বলে মহান জাতীয় সংসদকে অবহিত করলেও আজও জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষণা করা হয়নি। তারা বলেণ যদি আগামী ৩০ এপ্রিলের মধ্যে জাতীয় মজুরী স্কেল ঘোষণা না করা হয় তাহলে এর পর থেকে লাগাতর কর্মসুচী ঘোষণা করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment