জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশন লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার(২৫ শে ফেব্রুয়ারী) দুপুরের দিকে জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশন লীগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর শিরোপা নির্ধারনী ম্যাচে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে ৩৫ ওভারের খেলায় অংশ নেয় বর্তমান চ্যাম্পিয়ন অগ্রযাত্রা ক্রিকেট ক্লাব ও লিজেন্ড’স অব জগন্নাথপুর ক্রিকেট ক্লাব। খেলায় অগ্রযাত্রা ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতেছে”
জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশন লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্নলিজেন্ড’স অব জগন্নাথপুর ক্রিকেট ক্লাব”। খেলা শেষে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি আবু হেনা রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রদীপ পাল নিতাই, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সহ কোষাধক্ষ্য আব্দুল হক জমির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আকমল হোসেন ভূঁইয়া, তোফাজ্জুল হক সুমন সহ ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সভার শুরুতে ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সদ্য প্রয়াত আশরাফুল হক তালুকদারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment