লৌহজংয়ে ১৮ বোতল বিদেশী মদসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

লৌহজংয়ে ১৮ বোতল বিদেশী মদসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

মো. মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৮ বোতল বিদেশী মদসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার হাট নওপাড়া বাজার হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো দক্ষিন চারিগাঁও নওপাড়া গ্রামের ইউনুস শেখের পুত্র আলী নূর (৩০) ও শ্রীনগর উপজেলার রুসদি গ্রামের গাউস উদ্দিনের পুত্র মো. রাসেল (৩০)।
লৌহজং থানার ওসি মো. লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টা দিকে উপজেলার হাট নওপাড়া বাজারের রশিদ বেপারীর মার্কেটের আলী নূরের সাউন্ড সিস্টেমের দোকানে অভিযান চালিয়ে ১৮ বোতল ব্ল্যাক লেভেল ও ১ বোতল রেড লেভলসহ মোট ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় অবৈধ এই মদ রাখার অপরাধে আলী নূর ও রাসেল নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment