বান্দরবানে মাদক দমনে অভিযান শুরু

বান্দরবান প্রতিনিধি ঃবশির আহমেদ,

“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে বান্দরাবনে শুরু হয়েছে মাদক দমন অভিযান । আর
সে লক্ষ্য পুরনে বান্দরবানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে
বান্দরবান পুলিশের সকল কর্মকর্তাগন।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদেরকে ধরিয়ে দিতে গঠন করা
হয়েছে পুলিশের বিশেষ টিম। ৩০ মে বুধবার, অতিরিক্ত
পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত
বান্দরবান সদর থানায় মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতারে ও
মাদক উদ্ধারে সহযোগিতা করার জন্য চৌকিদার প্যারেড
নেন এবং অভিযানের বিশেষ কেীশল সর্ম্পকে অবগত করেন।
সেই সাথে পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের মোবাইল
নাম্বার প্রদান করেন যাতে যে কোন তথ্য তারা মুহুত্বের
মধ্যে উর্দ্ধতন কতৃপক্ষকে জানাতে পারে ।
এই সময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বলেন,
মাদক আমাদের সমাজকে অন্ধকারের দিকে থেলে দিচ্ছে,
ধ্বংস করে দিচ্ছে যুব সমাজ । তাই বান্দরবান জেলাকে
মাদক মুক্ত করতে কাজ করে যাবে পুলিশের সকল কতৃপক্ষ আর
এই জন্য মাদক মুক্ত সমাজ করতে সকলের সহযোগিতা
কামনা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment