বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে আগুন ॥ থানায় অভিযোগ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বড়িতলী গ্রামে পূর্ব শক্রতার জের ধরে শাহিন ও ফারুকের বাড়িতে আগুন দিয়ে গোয়ালঘর ও খড়ের পালা পুড়িয়ে দেওয়ার ঘটনায় গত বুধবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি গ্রামের মতিউর রহমানের ছেলে শাহীন ও ফারুকের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ-বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত সোমবার গভীর রাতে কে বা কাহারা তাদের বাড়ির ২টি গোয়াল ঘর ও ২টি খড়ের পালায় আগুন দেয়। এতে শাহীন ও ফারুকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এব্যাপারে ভুক্তভোগী শাহীন ও ফারুক বলেন, একই গ্রামের মুনসুর ক্কারীর ছেলে আল মামুনের সাথে পূর্বে শিশু ধর্ষন জনিত মামলা নিয়ে বিরোধ চলে আসছিল। সে জামিনে বাড়িতে ফিরে এসে তারাই হয়তো এধরণের কর্মকান্ড করতে পারে বলে সন্দেহ করছি। এ ব্যাপারে ফারুক বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা স্বীকার করে উপ-সহকারী পুলিশ পরিদর্শক(এএসআই) ফারুক হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment