জগন্নাথপুরের শ্রীধরপাশায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে দুই যুবক আহত

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরের শ্রীধরপাশায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সোহাগ (২২) ও জিলু(৩৫) নামক দুই যুবক আহত হয়েছে বলে জানাগেছে। ঘটনার বিবরনে স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, ২ রা নভেম্বর শুক্রবার দিবাগত রাত প্রায় আট ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত   শ্রীধরপাশা গ্রামের জাবেদ আলম কোরেশীর বাড়ীতে ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে  সংঘর্ষে একই গ্রামের আশিক মিয়ার ছেলে সোহাগ মিয়া(২২) ও মৃত মোজাম্মিল আলীর ছেলে জিলু মিয়া(৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকা জনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শ্রীধরপাশা গ্রামের মখলিছ মিয়ার ছেলে নাঈম আহমদ (২০) ও একই পাড়ার আশিক মিয়ার ছেলে সোহাগ মিয়া(২২) তাদের আত্মীয় জাবেদ আলম কোরেশীর বাড়িতে বাংলো ঘরে ক্যারামবোড খেলছিল।হঠাৎ ক্যারেমবোডের একটি গুটি হারিয়ে গেলে এনিয়ে নাঈম ও সোহাগের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা ও হাতাহাতির একপর্যায়ে নাঈম আহমদ ছোরা দিয়ে সোহাগ মিয়াকে উপর্যপরী ছুরিকাঘাত করতে থাকে এসময় সোহাগ মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে জিলু মিয়াকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সোহাগ মিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায়  থানায় মামলা দায়ের হয়নি বলে জানাগেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment