নওগাঁয় ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

সোমবার সন্ধ্যায় র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নস্থ পূর্ব চকপ্রসাদ গ্রামের মোঃ সহিদুল ইসলামের বাড়ি থেকে ১৬০ পিস ইয়াবাসহ মোঃ সানোয়ার মল্লিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সানোয়ার উপজেলার রামরামপুর তেলীপাড়া গ্রামের আইয়ুব মল্লিকের পুত্র। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা অবৈধ ভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রি করে আসছিল বলে র‌্যাব জানায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment