সার্ভিস না দেওয়ায় ১৬ এজেন্সিকে ধর্মমন্ত্রণালয়ের শোকজ

ওমরাহ পালন শেষে ৫৯জন যাত্রী দেশে ফিরে না আসা এবং গত হজ্ব মৌসুমে হাজীদের কাঙ্ক্ষিত পর্যায়ের সেবা না দেওয়ার অভিযোগে ১৬ এজেন্সিকে কারণ দর্শানোরও নোটিশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে ওমরাহ হজ এজেন্সি ৪টি এবং ১২ টি হলো হজ এজেন্সি।

ধর্ম মন্ত্রণালয়ের এজেন্সিগুলোকে সাতদিনের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে ওমরাহ পালন শেষে যাত্রীরা দেশে না আসার করণে বলাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ৪৬৭ জন ওমরাহ যাত্রীর মধ্যে ফেরেনি ৪৮ জন, খন্দকার এয়ার ইন্টারন্যাশনাল ১৭৬৩ জমের মদ্যে আসেনি ৪ জন, রোকসান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ১০৯১ জনের মধ্যে আসেনি ৭ জন ও কামমেশিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের দুজন ওমরাহ যাত্রী মারা গেছে মর্মে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নোটিশ করা হয়েছে।

অপরদিকে গত হজ মৌসুমে হাজীদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ১২টি হজ্ব এজেন্সির বিরুদ্ধে কারণ দর্শনোর নোটিশ করা হয়েছে। এগুলো হলো – সালেয়া ওভারসীস সার্ভিসেস, মৌরি এয়ার ইন্টারন্যাশনাল, আবাবিল ট্রাভেলস এন্ড ট্যুরস, কেরাণীগঞ্জ হজ ট্রাভেলস এন্ড ট্যুরস, সামিট এয়ার ইন্টারন্যাশনাল, ব্লু স্কাই এয়ার ভয়েজ, মিনার ট্রাভেলস এন্ড ট্যুরস, পটুয়াখালী ট্রাভেলস এয়ার সার্ভিসেস, সাউথ এশিয়া ওভারসীস নেটওয়ার্ক, রাহমানিয়া এয়ার ট্রাভেলস, মিরাজ এয়ার ইন্টারন্যাশনাল লি.মি. এবং কিবরিয়া এয়ার ইন্টারন্যাশনাল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment