প্রশ্নপত্রে পর্নো তারকার নাম, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্রে পর্নো তারকার নাম, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

নবম শ্রেণীর এমসিকিউ পরীক্ষার প্রশ্নে পর্নো তারকাদের নাম। প্রশ্নপত্রের সেই ছবি ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্কুল কর্তৃপক্ষ বলছে, এটি নিছকই মানবিক ভুল। তবে শিক্ষা গবেষকরা বলছেন, এ ভুল শিক্ষা পরিবারের জন্য লজ্জার। সবপর্যায়ের প্রশ্ন প্রণয়ন, আরো কঠোর করার পরামর্শ তাদের। অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রথম সাময়িকের বাংলা পরীক্ষার এমসিকিউ প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তরের একটি ছিল, মিয়া খলিফা। যিনি লেবাননের বংশোদ্ভুত মার্কিন পর্ন তারকা।

একই প্রশ্নপত্রে ‘আম আঁটি ভেঁপু’ রচয়িতার সম্ভাব্য উত্তরে লেখা ছিল আরেক পর্ন তারকা সানি লিয়নের নাম।গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এ পরীক্ষার পর থেকেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে ওই প্রশ্নপত্রের ছবিতে। ঝড় উঠেছে সমালোচনার। প্রশ্ন উঠছে, শিশু-কিশোরদের পরীক্ষায় এমন নামের ব্যবহার নিয়ে।

এটি গোটা জাতির জন্য লজ্জার বলে মনে করছেন, শিক্ষা গবেষক ড. আবুল এহসান। পরামর্শ দিলেন, সব ধরনের প্রশ্ন প্রণয়ন আরো কঠোরভাবে তদারকির।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে যোগাযোগ করা হলে, ক্যামেরার সামনে কথা বলতে চাননি কর্তৃপক্ষ। তবে প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment