চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালন বিরোধী অভিযানে  সীমান্ত এলাকা হতে ৬টি গরু ও ৩টি মহিষ আটক

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা (১২/০৬/১৯)
চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বিভিন্ন সীমান্তে গভীর রাতে  বিজিবির  গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬বিজিবি)এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময়  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু ও ৩টি  মহিষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা । আটককৃত গরু ও মহিষ দর্শনা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উক্ত ঘটনার সাথেজড়িত সন্দেহে ১৪(চৌদ্দ) জনের বিরুুুদ্ধে মামলা দায়ের করে বিজিবি। তাদের মধ্যে চাকুলিয়া গ্রামের আরাফাত হোসেন ছেলে সহিদ মিয়া(২৪), পিতা-মোঃ ২। মোঃজসিম উদ্দিন (২৬), পিতা-মোঃ সাদেক হোসেন ৩। মোঃ বাবুল মিয়া(২৮), পিতা-ছালে আহমদ ৪। মোঃ কামাল হোসেন(২৭), পিতা-কুদ্দুস আলী ৫। মোঃ গনি মিয়া(২৮), পিতা- আবু তাহের ৬। মোঃ মকবুল মিয়া(২৫), পিতা- দৌলত খান ৭। মোঃ সম্রাট(২৮), পিতা- হাসেম আলী ৮। আমানউল্লাহ(২৪), পিতা-মিজানুর রহমান সকলের গ্রাম-, ৯। মোঃ আলমগীর(২৮), পিতা-কবীর হোসেন ১০। মোঃ কামরুল(২৬), পিতা-আলমগীর হোসেন ১১। মোঃ ওয়াহিদ(২৪), পিতা-আসাদুল ১২। মোঃ জসিম উদ্দিন(২৬), পিতা-আজাদ আলী ১৩। মোঃ আরিফ(২৫), পিতা-ফজলু মিয়া এবং ১৪। আশেদ আলী(২৪), পিতা-কবীর মিয়া সকলের গ্রাম-ঠাকুরপর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা) পলাতক আসামী করে হাবিলদার মোঃ একরামুল হক বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন