দোহারে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা দেওয়াল ধসে ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখে শিক্ষা প্রতিষ্ঠানটি

 স্টাফ রিপোটার:

ঢাকা দোহার উপজেলা সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান লটাখোলা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা দেওয়াল ধসে ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি । উনিশত বিরানব্বই সন থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন । উল্লেখ্য যে দোহার উপজেলায় অন্যতম আদর্শ বিদ্যা পীঠ এই শিক্ষা প্রতিষ্ঠানটি । এখানে রয়েছে আদর্শ একটি খেলার মাঠ, সাংস্কৃতিক মঞ্চ, ক্লাব, চলমান নদীর মুক্ত বাতাস । যা দোহারে আরও কোথাও এমটি চোখে পরে না । এই প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৫শত ছাত্র-ছাত্রী পড়ালেখা করেন ।এই প্রতিষ্ঠানে অধিকাংশ মেধাবি দরিদ্র ছাত্র-ছাত্রী রয়েছেন। বিগত ৭ বছর পূর্বে জেলা পরিষদের অর্থায়নে ২৫ লাখ টাকার প্রকল্প লটাখোলা উচ্চ বিদ্যালয়ের নামে অনুমোদন হয় । কিন্তু অতি দুঃখের বিষয় টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়য়া পদ্মার শাখা নদীর তীব্র ¯্রােতের কারনে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের ২শত ৫০ ফিট নিরাপত্তা দেওয়ালটি নদীর গর্ভে চলে যান । এতে ২৫ লাখ টাকার প্রকল্পটি চরম ক্ষতিগ্রস্ত হয় । যার ফলে চরম আতংকে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ।যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে চির সবুজ ঘাসে ঘেরা মাঠ, সাংস্কৃতি মঞ্চ ও ক্লাব । শিক্ষার্থীদের দাবি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে, তা যেন মাননীয় প্রধান মন্ত্রী দেশ রতœ শেখ হাসিনা সুদৃষ্টি দিয়ে দ্রুত সমাধান করে দেন । এবিষয়ে বিদ্যালয়ের গর্ভনিং বোর্ডের সভাপতি আব্দুর আকন্দ জানান, এই বিদ্যালয়ের ভাঙ্গন আতংক রোধে বিগত কয়েক বছর পূর্বে জেলা পরিষদের অর্থায়নে একটি প্রকল্প অনুমোদন হয় ।এর ফলে দীর্ঘ কয়েক বছর আতংক মুক্ত ছিল এই বিদ্যালয়টি । কিন্তু গতকাল শুক্রবার নদীর তীব্র ¯্রােতের কারনে আনুমানিক ২শত ৫০ ফিট গাইড ওয়ালটি নদীর গর্ভে বিলীন হয়ে যায় ।ফলে ভাঙ্গন রোধে উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর হোসেনকে বিষয়টি সরজমিনে দেখার জন্য অবগত করা হয়েছে বলে তিনি জানান ।

আপনি আরও পড়তে পারেন