সিরিয়ায় বাগদাদির বোন আটক

মার্কিন অভিযানে নিহত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির বোনকে সিরিয়া থেকে আটক করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আজাজ থেকে তাকে আটক করা হয় বলে তুরস্কের এক কর্মকর্তা দাবি করেছেন। খবর রয়টার্সের।

বাগদাদির বোনের সঙ্গে তার স্বামী ও তার ছেলের বউকেও আটক করা হয়েছে। আটকের পর ৬৫ বছর বয়সী রেসমিয়া আওয়াদের স্বামী ও তার ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

তুরস্কের ওই কর্মকর্তা জানান, সিরিয়ার সীমান্তবর্তী শহর আজাজের কাছে এক অভিযানে রেসমিয়াকে আটক করা হয়।

ওই কর্মকর্তা বলেন, বাগদাদির বোনের কাছ থেকে আইএসআইএসের ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে বহু তথ্য পাবো বলে আমরা আশা করছি।

গত মাসে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে মার্কিন স্পেশাল ফোর্সেসের অভিযানের মুখে আত্মঘাতী হন বাগদাদি। এরপর একটি অডিও টেপে আইএস তাদের নেতা বাগদাদির মৃত্যু নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন