আমি আমির হতে চাইনি, সিনিয়ররা দায়িত্ব দিয়েছেন: বাবুনগরী

আমি আমির হতে চাইনি, সিনিয়ররা দায়িত্ব দিয়েছেন: বাবুনগরী

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)

   হেফাজতে ইসলামের সদ্য দায়িত্বপ্রাপ্ত আমির জুনাইদ বাবুনগরী বলেছেন, আমি আমির হতে চাইনি। সংগঠনে যারা সিনিয়র আছেন তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। গত  রবিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ১৫১ সদস্যর কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। কমিটিতে মাওলানা জুনাইদ বাবুনগরীকে আমির ঘোষণা করা হয়েছে। আর সংগঠনটির নতুন মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বিগত কমিটির ঢাকার আমির মাওলানা নূর হোসেন কাসেমী।

জুনাইদ বাবুনগরী বলেন, যারা ইসলাম বিরোধী, যারা কাদিয়ানী তাদের বিরুদ্ধে হেফাজতের যে আন্দোলন- সেই আন্দোলন অব্যাহত থাকবে। ইসলামের বিরোধীতাকারীদের যেকোনভাবেই রুখে দেয়া হবে। একইসাথে হেফাজতে ইসলামের আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান তিনি।

এদিন হাটহাজারী মাদ্রাসার শিক্ষাভবনের ৩য় তলায় সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রতিনিধি সম্মেলন। এতে সভাপতিত্ব করেছেন আল্লামা শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রসঙ্গত, এ বছরের গত ১৮ সেপ্টেম্বর আল্লামা শফীর মৃত্যুর পর আমীরের পদটি শূন্য হলে হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি নিতে থাকেন ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাবি করা দলটির নেতারা। সম্মেলন বাস্তবায়ন করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

অপর দিকে হেফাজতের নতুন আমির জুনাইদ বাবুনগরী গত কাল রোজ সোমবার কক্সবাজারের রামু উপজেলায় বড় মাদ্রাসায় অথিতি হিসেবে উপস্থিত হয়ে ইসলাম প্রিয় লাখো  মুসলিম জনতার উদ্দোশ্যে বক্ত্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন