জুড়ীতে ০৪ প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর

জুড়ীতে ০৪ প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর

তাছিন ছামি জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ   মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাচাঁ ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিষ্টির উপরে পোকা পড়ে থাকা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা এবং তা সংরক্ষণ করা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।   
আজ সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় উপজেলা চত্বরে অবস্থিত পাঁচতারা রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত শাহী রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ৫ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত সেন্ট্রাল ফার্মেসীকে ৪ হাজার টাকা, জনতা মেডিকেল কর্ণারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আপনি আরও পড়তে পারেন