চকরিয়ায় মাস্ক ও স্বাস্থ্য বিধি না মানায় ১৩ জন ব্যক্তিকে ১৩ টি মামলা।

চকরিয়ায় মাস্ক ও স্বাস্থ্য বিধি না মানায় ১৩ জন ব্যক্তিকে ১৩ টি মামলা।

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)

আমরা সকলেই জানি যে, শীতে করোনার তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে যাকে করোনার সেকেন্ড ওয়েব বলা হচ্ছে৷ বিগত কয়েকদিনে করোনার আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে৷ সচেতনতাই পারে আমাদেরকে এ মহামারী থেকে রক্ষা করতে৷

চকরিয়াতে করোনা মহামারী রোধে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে আজ কক্সবাজারের সকল উপজেলার ন্যায় সকাল ৯:৩০ হতে ১১ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট মোঃ তানভীর হোসেন

এ সময় ১৩ জন ব্যক্তিকে ১৩ টি মামলায় ১,৯০০/- টাকা জরিমানা করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়৷ সকলকে মাস্ক পরার জন্য বলা হল৷ এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে এবং মাস্ক পরিধান না করলে শাস্তি ও জরিমানা আরো কঠোরতর হবে৷

এসময় চিরিঙ্গা বক্স রোডে রাস্তার উপর পার্কিং করে যানজট তৈরি করার জন্য একটি ট্রাক এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়৷

আপনি আরও পড়তে পারেন