মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল ক‌োর্ট: ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল ক‌োর্ট: ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি |

মৌলভীবাজাররে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।


জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।


উল্লেখ্য যে, দুপুর ২ঘটিকা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাস্ক পরিধান না করার অপরাধে মৌলভীবাজার জেলা শহরে ও সকল উপজেলায় দেড় শতাধিক (১৬২) ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭,৩৫০/- টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।


মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
মোঃ মামুনুর রশীদমৌলভীবাজার জেলা

আপনি আরও পড়তে পারেন