মানব জীবন বাঁচাতে উৎসর্গ ফাউন্ডেশনের রক্তদান প্রশংসনীয় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন

মানব জীবন বাঁচাতে উৎসর্গ ফাউন্ডেশনের রক্তদান প্রশংসনীয় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও ফ্রী মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন-  উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনটি একটি বৃহৎ সংগঠন। এটি গোটা বাংলাদেশের আনাচে-কানাচে বিভিন্ন সামাজিক কার্যক্রম সহ সেচ্ছায় রক্তদান করে থাকে। মানব জীবন বাঁচাতে উৎসর্গ ফাউন্ডেশনের রক্তদান প্রশংসনীয়। এ রক্তদানে যেমনিভাবে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়, ঠিক তেমনই একজন মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে।

তিনি আরও বলেন- গোটা বাংলাদেশের যেকোনো যায়গায় মানুষের রক্তের প্রয়োজন হলে উৎসর্গ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সেখানেই নিজেকে উৎসর্গ করবে এটাই আমরা প্রত্যাশা করছি।

ইতিমধ্যে তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে, আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হাইমচর উপজেলায় উৎসর্গ ফাউন্ডেশন এর অফিস করার জন্য উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করবো- ইনশাআল্লাহ।

২৫ নভেম্বর ২০২০ সোমবার সকাল ৯টায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠান ও ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনে উৎসর্গ ফাউন্ডেশন চাঁদপুর শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন খান এর সভাপতিত্বে ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অহিদুল ইসলাম, হাইমচর সরকারি কলেজের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান মুকুল, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন- উৎসর্গ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম শুভ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মেছবাহ উদ্দিন, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবির দাস, হাইমচর উপজেলা শাখার সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়ের হাসান সিয়াম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন