মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের র‌্যালি ও মানববন্ধন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের র‌্যালি ও মানববন্ধন

মিরসরাই ( চট্রগ্রাম ) প্রতিনিধিঃরাষ্ট্রীয়ভাবে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে র‌্যালি ও মানব বন্ধন করেছে মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় মিরসরাই সদরে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে এই র‌্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা র‌্যালি বের করে উপজেলা হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে থানার সামনে মানব বন্ধন করেন।

মানব বন্ধন শেষে পুনরায় র‌্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদের সভাপতিত্বে র‌্যালি শেষে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এম এম কামাল পাশা, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (বাচ্চু), বীরমুক্তিযোদ্ধা মাষ্টার রফিকুজ্জামান ( কমান্ডার ৭নং কাটাছড়া), বীরমুক্তিযোদ্ধা সন্তান তোফায়েল উল্লাহ চৌধুরী, আবুজাফর, মাঈন উদ্দিন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন