অভৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৭ জনকে ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা

অভৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৭ জনকে ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা

মোঃ রাসেল দেওেয়ান (চাঁদপুর) 

অনুমোদন ছাড়া অবৈধভবে গ্যাস লাইন টেনে সংযোগ নিয়ে ব্যবহার করার দায়ে ভ্রাম্যমান আদালতে ৭ জনকে ১লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লুংডভ উপজেলার সাচার এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) একিমিত্র চাকমা সাচার এলাকার,বজনবী ভুইয়ার ছেলে মোজাম্মেল হোসেন৪০হাজার,কবির হোসেনের স্ত্রী পারভীন বেগম ২০ হাজার, হাফিজ উল্লাহর স্ত্রী শাহীন সুলতানা ২০হাজার,আ:রমিদের ছেলে তাজুল ইসলাম ২৫ হাজার ও আদম আলীর ছেলে হযরত আলী,কাজী রফিকের ছেলে আলমগীর হোসেন এবং দেলোয়ার হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। বংলাদেশ গ্যাস আইন ২০১০এর ১২(১) ধারা অনুযায়ী অবৈধভাবে গ্যাস লাইন টেনে সংযোগ দিয়ে ব্যবহার করায় এ দন্ডাদেশ প্রদান করা হয়।

এসময় বাখরাবাদ গ্যস ফিল্ড এর উপ-ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ও আইন প্রয়োগকারী সংস্থার পুলিশ সদস্যগন ভ্রাম্যমান আদালত পরিচালনায় 

আপনি আরও পড়তে পারেন