রংপুরের গঙ্গাচড়ায় প্রাথমিকের নতুন বই বিতরণ

রংপুরের গঙ্গাচড়ায় প্রাথমিকের নতুন বই বিতরণ

মারুফা জামান, গঙ্গাচড়া (রংপুর):

“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসে আজ নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০:০০ টায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২০২১ সালের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৫৭ হাজার ৫০০ জন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ের নতুন পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট সকল প্রধান শিক্ষকের মাঝে  বিতরণ করা হয়।

বই বিতরণের সময় উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হক, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, এবিএম আসিকুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু রেজা শামসুল কবির মুকুল সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১লা জানুয়ারি, ২০২১ তারিখে বই উৎসব দিবসে স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের উপস্থিতিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব নতুন বই বিতরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন