খুলনায় মাদক বিরোধী অভিযানে গাজা ও ইয়াবা সহ গ্রেফতার ৭

খুলনায় মাদক বিরোধী অভিযানে গাজা ও ইয়াবা সহ গ্রেফতার ৭

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায়  ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


গ্রেফতারকৃতরা হল, সাতক্ষীরার সদরের উত্তর তলুইগাছা এলাকার মৃত আঃ সাত্তার শিকদারের ছেলে আমিনুর রহমান (২৫), একই এলাকার মোঃ বেল্লাল গাজীর ছেলে আফজাল হোসেন (২৫), বাগেরহাটের মোল্লারহাটের নতুন ঘোষগাতীর করিম বাবুর স্ত্রী খালিশপুরের নর্থ জোনের এ/৩০ শরিফ সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া লাবনী বেগম (২৫), খালিশপুরের উত্তর কাশিপুরের মৃত আব্দুল হান্নান শেখের ছেলে মোঃ আসলাম শেখ ওরফে বাট্টু (২৯), বরগুনার বেতাগী বকুলতলীর মোঃ আশিকুর রহমান সেলিমের স্ত্রী ও টুটপাড়া দিলখোলা রোডের ভাড়াটিয়া মোছাঃ ঝুনু বেগম এ্যানি (৩৫), নগরীর ৪নং রেলওয়ে ঘাট কলোনীর জগদীশ মিস্ত্রির পুত্র গৌতম মিস্ত্রি (৩৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়ীয়ার মোহাম্মদ তালুকদারের ছেলে ও নগরীর ৪নং ঘাট কলোনীর সেলিম শিকদারের বাড়ীর ভাড়াটিয়া দেলোয়ার তালুকদার (৪৬)।
রবিবার (১০ জানুয়ারি) এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন