নাফ নদী থেকে ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

নাফ নদী থেকে ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফের নাফ নদী থেকে ২৫ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ ৯ হাজার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে (১৫ ফেব্রুয়রি) মায়ানমার থেকে টেকনাফের লেদা খাল দিয়ে ইয়াবার একটি বড় চালান আসতে পারে তথ্য পেয়ে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি টহল দল নাফ নদীতে অবস্থান নেয়। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে তিন ইয়াবা চালানকারী কাঁধে ইয়াবার বস্তা নিয়ে নাফ নদীর কিনারায় অবস্থান নেয়। তবে বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবার বস্তা ফেলে তারা নদী সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে বিজিবির টহল দল সেখান থেকে ফেলে যাওয়া ইয়াবার বস্তা উদ্ধার করে। ওই বস্তায় ২৫ হাজার ৩০ পিস ইয়াবা ছিল, যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৯ হাজার।

আপনি আরও পড়তে পারেন